মদনে নরসুন্দরদের মাঝে অর্থ ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

0
353

আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনার মদনে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ হতে অস্বচ্ছল ও কর্মহীন নরসুন্দর সমিতির ৮৬ জন সদস্যদের মাঝে নগদ অর্থ ও ৮০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে মোট ৮৬ হাজার টাকা এককালীন অনুদান প্রদান ও উপজেলা খাদ্যগুদামের মাঠে ৮০টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, ওসি মোঃ ফেরদৌস আলম, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here