খবর৭১ঃ আজ ৭ই জুলাই কবি, উপন্যাসিক, ছড়াকার ও শিশুতোষ সাহিত্যিক ঢাকাস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাত্রী অধ্যক্ষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক উপ-প্রধান মন্ত্রী ও বিএনপি,র ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনিতিক শাহ্ মোয়াজ্জেম হোসেন এর সহধর্মিণী কবি সালেহা হোসেন এর মৃত্যু বার্ষিকী। ২০০৯ ইং সালের ৭ই জুলাই এই মহীয়সী নারী গুলশানস্থ স্বীয় বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুমা মৃত্যু কালে স্বামী, এক পুত্র, এক কন্যা সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে না ।তাঁর পরিবার ও আত্মীয় স্বজন নিজ নিজ স্থানে দোয়ায় সামিল হবেন।
মরহুমার আত্মার মাগফিরাতের জন্য বর্ষীয়ান রাজনিতিক শাহ্ মোয়াজ্জেম হোসেন ও তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে ।