সুন্দরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান

0
287

সুদীপ্ত শামীমঃ
গাইবন্ধার সুন্দরগঞ্জে ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রভাতফেরি শিক্ষা কল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের হাবলুর মোড় নামক স্থানে সংস্থার কার্যালয়ে ক্যান্সারে আক্রান্ত ফেরদৌসী বেগমের হাতে নগদ ২৩ হাজার টাকা তুলে তুলে দেন প্রভাতফেরি শিক্ষা সংস্থার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মাওলানা মুহিববুল্লাহ মুত্তালিব, হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ’র সভাপতি নুর ইসলাম, প্রভাতফেরি শিক্ষা সংস্থার সভাপতি কামরুল হাসান সাব্বির, সাধারণ সম্পাদক নুর তাওহীদ নোবেল, সাংগঠনিক সম্পাদক ফাওজুল কাবীর, কোষাধ্যক্ষ নাইমুল ইসলাম, শিক্ষা সম্পাদক শিহাব প্রামানিক, সংগঠক লাদেন প্রামানিক, কাজী লাবীব, রিফাত, রানা, শিশির বসুনিয়া প্রমূখ।
জানা যায়, উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মৃত ফজলুর রহমানের কন্যা ফেরদৌসী বেগম (২৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে খরচ সামলানো সম্ভব হচ্ছে না। তাই প্রভাতফেরি শিক্ষা কল্যাণ সংস্থা তার পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। তারা সেইসাথে অসহায় রোগীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here