রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এক নারীকে নারিকেল গাছের উপর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার হওয়া নারী ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা গ্রামবাসীদের বরাত দিয়ে জানান, উদ্ধার হওয়া নারী হঠাৎ করেই নারিকেল গাছে উঠে যায়।এলাকাবাসির ধারণা জিনের আছর পড়েছে তাই এমন কাণ্ড ঘঠেছে।। রাত সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে বাড়িতেই আছে।