মিটিংয়ের নামে হুইস্কি খেতে ডাকেন তিনি’

0
216

খবর৭১ঃ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি বেবিবাম্প ছবি পোস্ট করে নেটিজেনদের চমকে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম।

বিস্মিত নেটিজেনদের প্রশ্ন ছিল— অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে তো মিমের বিচ্ছেদ ঘটেছে অনেক দিন আগে। তবে কীভাবে মা হতে যাচ্ছেন এই মডেল-অভিনেত্রী?

পরে জানা গেল, একটি বিজ্ঞাপনচিত্রে গর্ভবতী মায়ের চরিত্রায়ণের দৃশ্য হিসেবে এমন বেবিবাম্প বানিয়েছিলেন মিম। বিষয়টি ভালো লাগায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি, যা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এবার ফেসবুকে ফের এক বিতর্কিত স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিলেন মারিয়া মিম। এক পরিচালককে তুইতোকারি সম্বোধন করে তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন মিম।

যদিও ওই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি।

মিমের অভিযোগ— ওই পরিচালক নাকি তাকে মিটিংয়ের নামে হুইস্কি খেতে ডাকেন।

শুক্রবার সকাল ৬টার দিকে নিজের ফেসবুকে মারিয়া মিম লিখেছেন, ‘আমার লাইফে সেরা একটি ইডিয়ট ডিরেক্টর দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়। যাই হোক ভাই, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত *** করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রোজেক্ট করে খুব *** ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’

পরে আরেক পোস্টে এই উঠতি মডেল লিখেছেন— এখানে সবসময় রাজনীতির শিকার হতে হয়, যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন? প্রেমিকা বানাতে চাইবে সবসময়।’

বর্তমানে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়া নিয়েই ব্যস্ত মিম। তিনি জানিয়েছেন, সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছে আছে তার। শিগগিরই গুলশানের চামেলি ছবির কাজে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি হননি। তিনি চাইতেন, ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়েই থাক। এ নিয়ে ঝামেলা বাধে দুজনার। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here