রাজধানীতে নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার লাশ উদ্ধার

0
285

খবর৭১ঃ রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ডা. মো. জিহানুল আলিম (৫৫)। তিনি মগবাজার পেয়ারাবাগ রেলগেটের ৫৮১ নম্বর বাড়িতে থাকতেন। ওই বাড়ির চতুর্থ তলা থেকে স্বজনরা অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আবদুল খান বলেন, মৃতের গলায় ফাঁস লাগানোর মতো অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে। মৃত ব্যক্তি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। তার স্ত্রী ডিজি হেলথে কর্মরত।

তবে ওই ব্যক্তির স্বজনরা এ ব্যাপারে কিছুই বলছেন না। মৃত ব্যক্তির স্ত্রী ফারহানার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হনিনি। এক পর্যায়ে বলেন, ‘স্ট্রোক করছে’। তিনি বলেন, বিষয়টি হাতিরঝিল থানাকে অবহিত করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি।

জানা গেছে, মৃত ডা. মো. জিহানুল আলিমের গ্রামের বাড়ি পিরোজপুর। মরদেহটি হাসপাতালে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here