আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের জিতু আক্তার (১৭) নামে এক কিশোরী শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, রবিবার বিকেলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দুলাল চন্দ্র বর্মণ জিতু আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টে প্রস্তুত করেন। এরআগে পরিবারের অন্যান্যদের অজান্তে নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। জিতু আক্তারের বাবা শামছুল হক ও মা জমিলা বেগম ঢাকায় গার্মের্ন্টেসে চাকুরী করায় তারা বাড়িতে ছিলেন না।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার জানান, মৃতের দেহে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায় নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।