ঈদের পর ইবিতে পরীক্ষা

0
344

ইবি প্রতিনিধি: পবিত্র ইদ-উল-আযহার ছুটির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে পরীক্ষার ব্যাপারে সিন্ধান্ত নিতে পারবে। এছাড়া সরকারী নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখা হবে আবাসিক হলসমূহ। শনিবার বিশ্ববিদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ১২০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, ঈদ-উল-আযহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগসমূহ তাদের একাডেমিক কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের ভিত্তিতে অনলাইনে ও স¦শরীরে পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে অধিকাংশ বিভাগ স¦শরীরে পরীক্ষা গ্রহণের পক্ষে সুপারিশ করেছেন বলে জানা গেছে। পরীক্ষা চলাকালীন সময়ে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘একাডেমিক কাউন্সিল পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঈদের এক সপ্তাহ পর সার্বিক দিক বিবেচনা করে বিভাগগুলো পরীক্ষার ডেট দিবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগগুলো পরীক্ষ নেবে। কোনো বিভাগ একইসময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবেনা।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ খোলার বিষয়ে প্রস্তাবনা থাকলেও পরবর্তিতে অর্গানোগ্রামে ঊল্লেখ থাকা সাপেক্ষে তা উপাচার্য প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।

প্রসঙ্গত, গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার ব্যপারে সিদ্ধন্ত নেওয়ার নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে ইবির একাডেমিক কাউন্সিলের সভায় ঈদের পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here