ঝিনাইদহের শৈলকুপায় তিন দিন ব‌্যা‌পি গাভী খামারী প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত

0
245

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদ‌হ জেলার শৈলকুপা উপ‌জেলা প্রা‌ণিসম্পদ দপ্ত‌রে আ‌য়ো‌জিত কৃ‌ত্রিম প্রজোনন কার্যক্রম সম্প্রসারন ও ভ্রুন স্থানান্তর প্রযু‌ক্তি বাস্তবায়ন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় তিন দিন ব‌্যা‌পি গাভী খামারী প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হ‌য়েছে । উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌রে ৪০ জন খামারী প্রশিক্ষণ গ্রহন ক‌রেন। প্রশিক্ষ‌ণে খামারী‌দের গাভীর জাত উন্ন‌য়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় সমাপনী অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অ‌ধিকারী , ভারপ্রাপ্ত উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা:মামুন খান,উপ‌জেলা ভে‌টেরিনারী সম্প্রসারণ কর্মকর্তা ডা: রা‌কিবুল হাসান শাওন,প্রেসক্লাব সভাপ‌তি এম হাসান মুসা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here