বাগেরহাটে পিছিয়ে পড়া নারীদের জন্য ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ

0
306

বাগেরহাট প্রতিনিধি: পিছিয়ে পড়া যুব নারীদের জন্য বাগেরহাটে সপ্তাহব্যাপি ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (১৩ জুন) দুপুরে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এই প্রশিক্ষন শুরু হয়েছে। দশানীস্থ বাধন আইসিটি সেন্টারে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী। এসময় বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ.এস. এম. মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপ্রাইরেটর ওবায়াদুল্লাহ আল ইমন, বাঁধনের প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, সোহাগ হাওলাদারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
একশন এইডের সহায়তায় ২০ জন করে ৫টি ১‘শজন পিছিয়ে পড়া নারীকে এই প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রশিক্ষনের মাধ্যমে একজন নারী কম্পিউটারের ব্যাসিক জ্ঞান অর্জনের পাশাপাশি ফ্রি ল্যান্সিং বিষয়েও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবেন। এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন মিটিংয়ে অংশগ্রহনসহ নানা বিষয় সেখানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here