আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়: পরীমনি

0
321

খবর৭১ঃ
ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমদু ও বন্ধু অমিসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ দাবি জানান।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমার আস্থা ভুল ছিল না। আইন সবার ওপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানোই যত কষ্ট!

দুঃসময়ে পাশে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সহকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন নায়িকা।

তিনি বলেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনোভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন, অপমান করার সাহস না পায়। আমি হার মানব না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here