চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে আম পাড়তে গিয়ে আমগাছ থেকে পরে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় চিলমারী উপজেলার ব্যাপারীর বাজারের এমদাদুল হক এন্তা মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম চিলমারী উপজেলার ফকিরের হাটের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জাহাঙ্গীর আমের ব্যবসা করত, আজ আম কিনতে এসে গাছের পাকা আম পারার জন্য গাছে ওঠে। ভুল বসত পা পিছলে গাছ থেকে বাউন্ডারি ওয়ালে পরে যায়, ওয়ালে দেয়া লোহায় মারাত্বকভাবে জখম হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, গাছ থেকে পরে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।