পুরনো ২ টাকার কয়েনের বদলে মিলবে ৫ লাখ

0
215

খবর৭১ঃ কম কষ্টে টাকা আয় করতে চান? পুরনো ২ টাকার কয়েন থাকলে আর চিন্তা নেই। ২ টাকার কয়েন বদলে সহজেই পেরে পারেন পাঁচ লাখ টাকা। ভারতে পুরনো ২ টাকার কয়েন বিক্রি করে পাঁচ লাখ টাকা পাওয়া যাবে বলে শুক্রবার আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শর্ত মেনে পুরনো ২ টাকার কয়েন বিক্রি করে মিলতে পারে ৫ লাখ রুপি।

তবে যেকোনো ২ টাকার কয়েন দিলেই ৫ লাখ টাকা পাওয়া যাবে না। কোন ২ টাকার কয়েনে এই অর্থ পাওয়া যাবে তা জানানো হয়েছে। এখানে একমাত্র শর্ত হল কয়েনটি হতে হবে ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭ এবং ২০০০ সিরিজের।

এজন্য প্রথমে কুইকার নামে এক ওয়েবসাইটে গিয়ে অনলাইন বিক্রেতা হিসেবে নিবন্ধন করতে হবে। এর পর কয়েনের ছবি তুলে সাইটে আপলোড করতে হবে। তার পর ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে। ওয়েবসাইটটি তখন মোবাইল নম্বর এবং ইমেল যাচাই করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here