খবর৭১ঃ পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।
সোমবার সকালে লাইনচ্যুৎ একটি ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর দৈনিক ডন ও আরব নিউজের।
সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা ওসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুৎ হলে এতে দ্রুতগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গ্রামের মানুষ, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
কেন ট্রেনটি লাইনচ্যুৎ হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা সাধারণ বিষয়। দেশটির সরকার ট্রেনের সিগন্যাল সিস্টেম এবং রেললাইনের উন্নয়নে তেমন একটা নজর দেয় না। ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে।
দেশটির রেল বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, করচি থেকে সারগোদায় যাচ্ছিল মিল্লাত এক্সপ্রেস ট্রেন। এটি লাইনচ্যুৎ হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। আর রাওয়ালপিণ্ডি থেকে আসছিল স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি। রাইতি রেল স্টেশনের কাছে দুই ট্রেনের মধ্যে ওই সংঘর্ষ হয়।