মিরসরাইয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে পুত্র নিহত, পিতা আহত

0
377

মিরসরাই প্রতিনিধিঃ
মাঠে কাজ করার সময় মিরসরাইয়ে বজ্রপাতে পুত্র নিহত এবং পিতা গুরুতর আহত হয়েছে। নিহতের নাম সাজ্জাদ হোসেন তারেক (১৬)। এসময় তাঁর বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সাজ্জাদ কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, সাহেরখালী ইউনিয়নের মুরাদপুর এলাকার জামাল ভূঁইয়া বাড়ির মোশারফ ও তার ছেলে সাজ্জাদ বাড়ির অদুরে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে সাজ্জাদ ঘটনাস্থলে মারা যান। তার বাবা মোশারফকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়, তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব হৃদয়বিদারক ঘটনা। রবিবার সকালে মাঠে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাবা মোশারফের অবস্থাও ভালো নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here