উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার (৬ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে নড়াইলের লোহাগড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল নড়াইলের লোহগড়া উপজেলার নিউ লোহাগড়া গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে মোঃ জামাল বিশ্বাস, মাইট কুমড়া (আশ্রায়ন প্রকল্প) এলাকার কামাল বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস, নোয়াপাড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে জব্বার মোল্লা এবং কামাল প্রতাপ গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ফরহাদ মোল্লা। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার পিপিএম (বার) বলেন, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।