নড়াইলে গাজাসহ গ্রেপ্তার ৩

0
304

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশক্রমে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া থেকে ৯শত ২০গ্রাম গাজা সহ তিন মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করেছেন জেলা ডিবি পুলিশের একটি টিম।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ মনিরুল ইসলাম, সঙ্গীও এএস আই আবুল কালাম আজাদ, এ এস আই মোঃ মফিজুর রহমান, সহ কনস্টবল রাকিব, সুফিয়ান, মোহন কুন্ডু ,সালমান, গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়ার ডহরপাড়াতে অভিযান চালিয়ে আসামি (১) মোঃ আলাউদ্দিন শেখ পিং অজ্ঞাত (২) মোঃশাহিন শেখ,পিং অজ্ঞাত (৩) মোঃ আনিস জমাদ্দার, পিং অজ্ঞাত সর্ব সাং লাহুড়িয়া থানা লোহাগড়া জেলা নড়াইল দেরকে অদ্য ২৪মে রাতে লাহুড়িয়া ডহরপাড়াস্থ জনৈক জাহাঙ্গীর মোল্যার গরুর খামারের সামনে হইতে ৯ শত ২০গ্রাম গাজা সহ আসামীদেরকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here