সৈয়দপুর প্রতিনিধি:
গতকাল শনিবার (২২ মে) নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ তুলশীরাম সড়কে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ালী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, কৃষিবিদ এম এ মবিন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতিা মহসিন মন্ডল মিঠু, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিটো প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী মৎস্যজীবী লীগ পৌর শাখার সভাপতি মো. ঈশা মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল হাসান তালুকদার মামুনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। এতে সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান কবির বিপ্লবসহ উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।