ঈদে বিশ্বের করোনামুক্তি ও ফিলিস্তিনে শান্তির জন্য প্রার্থনা তথ্যমন্ত্রীর

0
269

খবর ৭১: বাংলাদেশ ও সমগ্র বিশ্বের করোনা থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার অবসানসহ সেখানে স্থায়ী শান্তির জন্য প্রার্থনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল নয়টার ঈদ জামাত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

ড. হাছান বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে আমি প্রার্থনা করি, বাংলাদেশসহ সমগ্র পৃথিবী থেকে করোনা চলে যাক। একইসাথে মহান স্রষ্টার কাছে আমি দেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রার ধারা চলছে, তা যেন অব্যাহত থাকে, সেই প্রার্থনা করি।”

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ঈদের পূর্বমুহূর্তেও হামলা হয়েছে, আমি এর নিন্দা জানাই এবং ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেজন্যও মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, উল্লেখ করেন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here