ফানুস উৎসব থেকে বলছি

0
1020

জহির খান

শাদা কালো ফ্রেমে আমরা পাতাদের গান করি

দেখি শৈশবের দৈত্যদের বেভুল অসতর্ক প্রেম

দেখছি তুই তুমি আপনি সময় সতর্কে কৌশল

ভাবছি পাখাঝাপটায় সম্পর্ক কতোটা অসহায়

দেখছি সোনালী ফুল রোদ বৃষ্টি হচ্ছে অনবরত

দেখি শরীরের আড়মোড়া ভাঙন গতিবিধি স্বর

শুনছি হাওয়াদের কামছলা অতীত কথার গল্পে

অতঃপর তাহারা সুখে-শান্তিতে

সহবাস বসবাস চাষবাস করছেন

প্রাগৈতিহাসিক সময় ধরে

এখন
দেখি এইসব মৃত ফানুস উৎসব অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here