বিরামপুরে ৩২ আসামি গ্রেফতার, ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

0
223

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩২ আসামিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। এদের মধ্যে ২৭ জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-বিরামপুর থানা পুলিশ (১১ মে) মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৭জন আসামিকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে প্রেরণ করেছে। এছাড়া (১১ মে) মঙ্গলবার সকালে শহরের স্টেশন রোডের আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এবং বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা কালে অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে ৩ জন পুরুষ ও ২জন মহিলাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। বিরামপুর থানা পুলিশ তাদেরকে মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here