রাজারহাটে সড়ক দুর্ঘনায় নছিমনের ড্রাইভার নিহত

0
344

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ সুখদেব এলাকার মোহাম্মদ নুর মিয়ার ছেলে মো: মিনু মিয়া (২৬) নামে এক নছিমনের ড্রাইভার সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে। এ ঘটনায় নছিমনে থাকা তিনটি গরু আহত হয়েছে। ১২ মে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজারহাট-সেলিমনগর সড়কের ধলগাছ ছোট ব্রীজেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নছিমনটি বড়বাড়িরহাট থেকে তিন গরু নিয়ে রৌমারী দিকে যাচ্ছিলো। এ সময় ধলগাছ ব্রীজের পাড় এলাকায় একটি ছোট বাচ্চা হঠাৎ দৌড়ে নছিমনের সামনে আসলে নছিমনের ড্রাইভার মো: মিনু মিয়া বাচ্চাটিকে বাচাঁতে গিয়ে নছিমনটি ধুমড়ে-মুছড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মো: মিনু মিয়া(২৬) নিহত হন।

এ বিষয়ে রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, নিহত নছিমনের ড্রাইভার মো: মিনু মিয়া (২৬) কে ঘটনাস্থল থেকে তার পরিবারের লোকজন এসে নিয়ে যায় এবং নিহত পরিবারের লোকজনের কোন দাবী নেই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here