যশোরে গরীব দুস্থদের মাঝে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঈদ উপহার বিতরণ

0
328

 খবর ৭১: বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু ও সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার দুপুরে যশোর পৌরসভা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার মশিয়ার রহমান শান্ত, সাধারণ সম্পাদক মীর ফিরোজ হাসান, ইব্রাহীম, আজিজুল মৃধা, তুষার, সুইট, লিটার, মাসুম, নাহিন, রুমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here