ফেরি থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে ৫ জন নিহত, আহত ২৫

0
378
ফেরি-ফাইল ফটো

খবর ৭১: বাংলাবাজার নৌরুটে ফেরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন । এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন। আজ বুধবার দুপুরে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এরআগে মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কিশোর আনছারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here