বন্যায় ক্ষতিগ্রস্থদের খুব দ্রুত পর্ণবাসন করা হবে:খালিদ মাহমুদ চৌধুরি এমপি

0
599

খবর ৭১: যার কিছু নেই তার জননেনত্রী শেখ হাসিনা আছেন।  কাজেই চিন্তা করবেন না,আমরা খুব দ্রুত পর্ণবাসন করবো আপনাদের একটু ধৈর্য রাখুন।  দিনাজপুর-২  বিরল-বোচাগঞ্জ  আসনের  সংসদসদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক  খালিদ মাহমুদ চৌধুরি এমপি বোচাগঞ্জ এ বন্যাকবলিত এলাকা পরির্দশন করতে গিয়ে বন্যা কবলিত অসহায় পরিবারগুলোর উদ্দেশে এ কথা বলেন। তিনি নিজ নিজ এলাকার ইউনিয়ন চেয়ারম্যান,মেব্মার ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন  অসহায় পরিবারগুলোর খাওয়া দাওয়া ও রাতে থাকার ব্যাবস্থা  নিশ্চিত করতে এবং প্রয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করতে। এছাড়াও বলেন,  আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগীতা করবো আপনারা যে কোন প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ  করবেন।  এ সময় আরও উপস্তিত ছিলেন,বোচাগঞ্জ উপজেলা আওয়ামিলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ,সেতাবগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার,মেডিকেল টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here