খবর৭১ঃ রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর আইসি মেডিকেলের সামনে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (২৬) নামের যুবক খুন হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাহাদত হোসেন জানান, ভূঁইয়া সাব্বির নামে এক বন্ধু শাকিলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে সাব্বিরসহ ৫/৬ জন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ওদের বন্ধুর থেকে শুনতে পাই ইফতার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সব বন্ধুরা মিলে শাকিলকে ছুরিকাঘাত করে।
নিহত শাকিলদের দক্ষিণখানের উত্তর ফায়দাবাদের গোয়ালটেক কবরস্থান রোডে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।