ঈশ্বরগঞ্জে অসহায় ও কর্মহীনদের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

0
718

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শুক্রবার সকালে পৌর সদরে নিজ বাস ভবনে দরিদ্রদের মাঝে ওই উপহার বিতরণের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, ২য় ধাপে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের লোকেরা কর্মহীন হয়ে পরেছে। যার ফলে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে শত শত পরিবার। তাই উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৫ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফোঁটাতে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে নিজ বাসভবনে পৌরসদরের ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। ইউনিয়ন পর্যায়ে বাকি ৪ হাজার অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিবেন দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার সকালে ঈদ উপহার বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহের মাজেদ বাবু, সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পদাক আমিরুল ইসলাম ভুইয়া মনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাদারণ সম্পদাক তরেক আজিজ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান, ছাত্র নেতা রনি, রাজু সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here