বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

0
298

খবর৭১ঃ

আগামী গ্রীষ্মেই বিয়ের পিঁড়িতে বসার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। তবে দিন তারিখ এখনও জানাননি। নিউজিল্যান্ডের স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে এমন খবর প্রচার হচ্ছে।

বুধবার রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় কোস্ট রেডিও নামক এক চ্যানেলে জাসিন্ডা আর্ডান জানিয়েছেন, তিনি এবং তার প্রেমিক ক্লার্ক গেইফোর্ড অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিয়ের জন্য একটি তারিখ ঠিক করেছেন।

ওই রেডিও চ্যানেলকে জাসিন্ডা আর্ডান আরও বলেন, বিয়ের জন্য আমরা এখনও কাউকে দাওয়াত করিনি। তবে আমাদের কিছু দাওয়াত দিতে হবে

৪০ বছর বয়সী জাসিন্ডা এবং ৪৪ বছর বয়সী ক্লার্ক ২০১৯ সালের ইস্টার হলিডেতে বাগদান সেরেছিলেন। তাদের দু’বছরের একটি মেয়েও রয়েছে।

দক্ষিণ গোলার্ধে সাধারণত ডিসেম্বরের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল থাকে। অর্থাৎ ওই তিনমাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

২০১৭ সালে জাসিন্ডা আর্ডান নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ২০২০ সালে নির্বাচনে তার দলের ভুমিধস বিজয়ে ফের প্রধানমন্ত্রী হন জাসিন্ডা আর্ডান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here