উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অনুষ্ঠান জন্মাষ্টমীতে যোগ দিতে যাওয়ার পথে নসিমন (ইঞ্জিনচালিত ভ্যান) উল্টে ১১ জন আহত হয়েছেন। বর্তমানে তারা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, নিহত বিনা নড়াইল সদরের আগদিয়াচর গ্রামের নিরোধ বিশ্বাসের স্ত্রী, বেনেতা (৭৫), রূপচাঁদের স্ত্রী চন্দনা দত্ত (৩০), প্যাঁচোর স্ত্রী নিবা (৫০), বিমলের স্ত্রী রেখা (৫০), পরমেশ সরকারের স্ত্রী সবিতা (৫০), সুনিলের স্ত্রী লতা বিশ্বাস (৪৫), নির্মলের স্ত্রী সুনিতা (৪০), বিদ্যুতের স্ত্রী পান্না (২৫), সুফলের স্ত্রী কণিকা (২৫), তাপস মল্লিকের স্ত্রী বিউটি (৩৫), গৌরাঙ্গের স্ত্রী মিল্টন (৩২)। এরা সবাই নড়াইল সদর উপজেলাধীন বেনাহাটী গ্রামের বাসিন্দা। জানা গেছে, জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষে নড়াইল শহরে আসার পথে সকাল ১২:০০টার দিকে তাদের নসিমনটি সীতারামপুর মোড়ে এসে উল্টে যায়। তৎক্ষণাৎ এলাকাবাসী ও উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।