পশ্চিমবঙ্গে শেষ ধাপের ভোট শুরু

0
305

খবর৭১ঃ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম বা শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। আজ চার জেলার ৩৫টি আসনে ভোট হচ্ছে।

২৯৪ আসনের এই বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হয়েছিল ২৭ মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে জেলাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ যে ৪ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো: বীরভূম, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর কলকাতা। এর মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে রয়েছে ১১টি করে আসন। মালদায় রয়েছে ৬টি আসন এবং উত্তর কলকাতায় রয়েছে ৭টি আসন। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।

শেষ দফায় বীরভূমের ১১টি আসনে অবাধ নির্বাচন করতে নির্বাচন কমিশন নিরাপত্তায় কমতি রাখতে চাইছে না।

বীরভূমে রয়েছে তিন হাজার ৯০৮টি ভোটকেন্দ্র। এর মধ্যে এক হাজার ১৭৫টি ভোটকেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

আর এই বীরভূমের নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিয়োগ করা হয়েছে ২২৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২১৯টি জরুরি সাড়াদানকারী দল। জেলায় নিয়োগ করা হয়েছে অতিরিক্ত ১১ জন ম্যাজিস্ট্রেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here