মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
280

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  গত সোমবার রাত ৯টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ফুট ওভার ব্রীজের নীচ থেকে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উরিয়াইন গ্রামের সামসুদ্দিনের ছেলে সাদমান সাকিব সাগর (১৯) ও মাধবপুর উপজেলার সাতিআইন গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে রাব্বি হোসেন (১৯)। তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ি বলে জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here