ঘাটাইলে প্রতারণা মামলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

0
988

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে প্রতারণা ও অর্থ আত্মসাতসহ একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামী শোয়েব ওরফে ডনকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার রতনপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

জানা গেছে, টাঙ্গাইলের জনৈক এক ব্যক্তি অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে ঘাটাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আজ বুধবার আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here