বোচাগঞ্জে বন্যায় আশ্রয় নেয়া পরিবারকে ছাত্রলীগের পক্ষে সকালের নাস্তা বিতরন

0
621
খবর ৭১: টানা বষর্ণের ফলে দিনাজপুর জেলার বোচাগঞ্জ  উপজেলায় ব্যাপক বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে,বোচাগঞ্জ উপজেলা সেতাবগঞ্জ পৌরসভাধীন ২ নং ওয়ার্ড সুবিধাহাট এর ১৫০টি পরিবারের বাড়ীঘড় বিলিন হয়ে যায় সে সব পরিবারগুলো মো: খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র
নির্দেশে সেতাবগঞ্জ কামিল মাদরাসায় আশ্রয় নেয়, সেই ২নং ওয়ার্ড(সুবিদহাট) এর ১৫০ পরিবারের প্রায় ৩৫০ জন বন্যা দুর্গত মানুষদের মাঝে সকালের খাবার হিসেবে ২টা পরোটা সবজি সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগ এর  উদ্যাগে ব্যাবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক শুভ চক্রবর্তী,যুগ্ন আহ্বায়ক এমদাদুল ইসলাম ইশান,২ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক,সৌরভ,৩নং ওয়ার্ড শাখার সভাপতি,রাকিব ও বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য,বিপুল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here