কাতারে বাংলাদেশসহ ৬ দেশের যাত্রীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ

0
555

খবর ৭১: বাংলাদেশসহ ৬টি দেশের অভিবাসীদের জন্য নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কাতার। এসব দেশ হলো বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ফিলিপাইন। এসব দেশ থেকে কাতারে যাওয়া কোনো ব্যক্তিই হোটেল কোয়ারেন্টিন থেকে রক্ষা পাবেন না। অর্থাৎ কাতার গেলে তাদেরকে অবশ্যই হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব দেশের যাত্রীদের ফ্লাইট শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগের করোনার পিসিআর টেস্ট রিপোর্ট থাকতে হবে। কাতারে পৌঁছার পর অবশ্যই সব যাত্রীকে কোয়ারেন্টিন সেন্টারে কমপক্ষে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অথবা মেকাইনস ফ্যাসিলিটিতে কোয়ারেন্টিনে গেলে কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এক্ষেত্রে এই ৬টি দেশের কোনো নাগরিক যদি হোম কোয়ারেন্টিনের দাবি তোলেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না।

গত ৫ মাসের মধ্যে যদি কেউ করোনার টিকা নিয়ে থাকেন অথবা সংক্রমণ থেকে সুস্থ হয়ে থাকেন তাহলে তাকেও এ বিধিনিষেধের আওতায় আসতে হবে। এই ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে এসব বিধিনিষেধ কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here