মিরসরাইয়ে ভূয়া ডাক্তার আটক, জরিমানা

0
327

রেদোয়ান হোসেন জনি, মিরসরাইঃ
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার রামগড় রোড়ের সুলতানা ফার্মেসীর ভুয়া ডাক্তার বিশ্বজিৎ ধর বিশুকে আটকের পর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মিরসরাই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। বিশ্বজিৎ ধর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত হারাধন ধরের পুত্র। সে ২০১৫ সাল থেকে চিকিৎসা দিয়ে আসছিল।

জানা যায়, বিশু ধরের অপচিকিৎসার শিকার একটি পরিবার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের কাছে বিচার চাইলে তিনি মিরসরাই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাকে বিষয়টি জানান। পরে সোমবার রাতে তিনি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে বিশ্বজিৎ ধর বিশুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here