ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

0
519

খবর ৭১: দুই মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে সকাল ১১টা ৯ মিনিটের দিকে তাকে আদালতে হাজির করা হয়। ২০২০ সালের মোহাম্মদপুর থানায় সহিংসতার একটি মামলায় গত ১৯ এপ্রিল তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড আজ শেষ হওয়ায় সকালেই তাকে আবারও আদালতে হাজির করে পুলিশ। গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here