নড়াইলে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনের নামে মামলা : আটক ৩

0
233

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার সকালে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ওহিদুর রহমান সরদারকে। তিনি দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ওই ঘটনায় পুলিশ সোহানা (২৮), সেলিনা বেগম (৪২) ও জাহানারা বেগম (৫৫) নামে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি কুমড়ি গ্রামে।

গত বৃহস্পতিবার বেলা দুপুরে কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে কুপিয়ে ও পিটিয়ে তাঁর একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় । ওই সময়ে মারধরের শিকার হন এএসআই মো. মিকাইল হোসেন। মীর আলমগীর লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীর স্বজনদের সহায়তায় পিস্তল উদ্ধার হয়। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, অন্য আসামিরা পালিয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here