মিস ওয়ার্ল্ড শ্রীলংকাকে গ্রেফতার

0
319

খবর৭১ঃ মিস শ্রীলংকা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। শ্রীলংকার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ২০১৯ সালের বিজয়ী হন তিনি। বিবিসি বৃহস্পতিবার শ্রীলংকা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায়।

খবরে বলা হয়, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রোববার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময় রোববার রাতে আয়োজন হয় মিসেস শ্রীলংকা ২০২০-এর ফাইনাল। দেশসেরা সুন্দরীদের মধ্যে থেকে বাছাই হয়ে ফাইনালে আসেন তিন প্রতিযোগী। এরপর সেরাদের সেরা ঘোষিত হন পুষ্পিকা ডি সিলভা। তাকে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন আয়োজকরা। কিন্তু বিপত্তির শুরু এরপরই। গতবারের চ্যাম্পিয়ন মিসেস শ্রীলংকা ২০১৯, ক্যারোলিন জুরি এ সময় মঞ্চে উপস্থিত হয়ে কেড়ে নেন পুষ্পিকার মুকুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here