রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। বাজারে মানুষের ভিড় লেগে আছে। স্বাস্থ্যবিধি না মেনেই ঘর থেকে বের হচ্ছে জনসাধারণ। এ অবস্থায় ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাস্ক না পরায় এবং দোকানপাট খোলা রাখায় আর্থিক জরিমানা করা হয়।
এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরিণ ৬ রুটসহ দূরপাল্লার কোন রুটেই বাস চলছে না। জরুরী প্রয়োজনে যাত্রীরা ছোট যানবাহনে যাতায়াত করছেন। শুধু ঝালকাঠি শহরই নয়, একই অবস্থা নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলাতে।
গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে,মোট আক্রান্ত হয়েছে ৯৩২ জন, এবং এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২২ জন ।