আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব খবির উদ্দিন কলেজ প্রঙ্গণে তথ্যআপা প্রকল্পের অধীনে তথ্যসেবা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের আওতায়’ গত রবিবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। এতে বক্তব্য রাখেন- উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিল্পী খাতুন, তথ্যসেবা সহকারী উম্মে কুলছুম, হোসনে আরা আক্তার, স্থানীয় সচেতন নারী সমাজের প্রতিনিধি ফারজানা ববি রজনীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।