আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র ২১ সদস্য বিশিষ্ট্য দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার (২ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে ডঃ শফিউল ইসলাম ভূঁইয়া’র আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বিশিষ্ট্য সাহিত্যিক উপাধ্যক্ষ নাসরীন রেখা, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, জাহানারা আরজু রুবলি, প্রভাষক আঃ আজিজ, সহকারী অধ্যাপক রাজিব, আসাদ আলামিন, আনোয়ার রশিদ, জুথিকা জুঁই, সাংবাদিক আক্তারবানু ইতি প্রমূখ। শেষে সর্ব-সম্মতিক্রমে সহকারী উপধ্যক্ষ নাসরিন সুলতানাকে সভাপতি, আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক, প্রভাষক এম এ মাসুদ, কুশল রায়, মমতাবুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, জাহানারা আরজু রুবলি, রাজিব জামানকে সহ-সভাপতি, আসাদ আলামিনকে সাধারণ সম্পাদক, সাংবাদিক সুদীপ্ত শামীমকে সাংগঠনিক সম্পাদক, সাবরিনা জাহান সুমিকে মহিলা বিষয়ক সম্পাদক, আনোয়ার রশিদকে দপ্তর সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, ৩ সদস্য বিশিষ্ট্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এরা হলেন- ডা. শফিউল ইসলাম ভূঁইয়া, প্রভাষক আঃ অজিজ ও সাংবাদিক মোশারফ হোসেন।
সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র বিভিন্ন পর্যায়ের অন্যান্য সদস্যরা হলেন- অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সহকারী অধ্যাপক আবু সোহেল মোল্লাহ, আরফান রনি, রুদ্র আচার্য, যুথিকা জুঁই সরকার, কাব্যকানন নাজমুল, আব্দুল আজিজ, ফয়সাল সাকিদার আরিফ, আনিসুর রহমান আগুন, একরামুল হক লাল মিয়া, আমিনুল ইসলাম বুলবুল, মোনারুল ইসলাম মোনা, সরকার হোজায়ফা হাবিব, শহিদুর রহমান, এস এ মিশন, ইমরান হোসেন, কাব্যনদ শাহাদুল, আব্দুল রাজ্জাক আল-রোহান ও জয়শ্রী বর্মন জয়া।