রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

0
287

খবর৭১ঃ
স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে।

তুষার বলেন, সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই, কাশিও কমছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।

রিজভীর আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রুহুল কবীর রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

৫ দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here