মে মাসেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা: মন্ত্রী

0
244
মুক্তিযোদ্ধা মন্ত্রী- ফাইল ফটো

খবর৭১ঃ প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এবং স্বাধীনতা বিরোধীদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার বিকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমি (বিএনসিসিতে) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমিই বঙ্গবন্ধু টানেল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আগামী মে মাসের মধ্যেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে। এরপরে আর কারো মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবার সুযোগ নেই।

একইসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের তালিকাও এবার সংসদে পাশ হবে এবং এ বছরই তাদের নামের তালিকা প্রকাশ করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here