‘করোনায় কাঁদে মন’

0
492

খবর ৭১: বিশ্ব মহামারি করোনার ইতিহাস, গতি-প্রকৃতি, ভয়াবহতা, প্রতিরোধ ও মানুষের মানবিক মূল্যবোধ নিয়ে প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক এস এম নূরুল হকের অনন্য উপন্যাস-‘করোনায় কাঁদে মন’ বইটি প্রকাশিত হয়েছে।
উপন্যাসটি প্রকাশ করেছে বইপুস্তক প্রকাশন। পাওয়া যাচ্ছে মহান একুশে গ্রন্থমেলার ৫৬১ নং স্টলে বইপুস্তক প্রকাশনে। পাঠক সমাদৃত এই বইটি আপনিও সংগ্রহে রাখতে পারেন।

লেখক পরিচিতি: কবি ও কথাসাহিত্যিক এস এম নূরুল হক সাগরকন্যা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা মো. ফোরকানুল আলম,মাতা মিসেস রেহেনা বেগম। ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি হাতেম আলী কলেজ থেকে এইচএসসি,পটুয়াখালী সরকারী কলেজ থেকে বিএসএসএস ও বরিশাল বিএম কলেজ থেকে এমএমএম সম্পন্ন করেন।
‘করোনায় কাঁদে মন’ লেখকের চতুর্থ উপন্যাস। ‘আমাদের নবীজি’ ও ‘নির্বাসনে ভালোবাসা’লেখকের অন্যতম সাহিত্যকর্ম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here