খবর ৭১: সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। উচ্ছেদের কার্যক্রম ৮ এপ্রিল নির্ধারিত হলেও দেশে করোনা পরিস্থিতিতে তা আগামী ২০ মে নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের অফিসকক্ষে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘ সারাদেশে উচ্ছেদ কার্যক্রমের সকল প্রস্তুতি আমাদের রয়েছে।কিন্তু মহামারী করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় উচ্ছেদ কাজ আগামী ২০ মে নির্ধারণ হয়েছে। করোনা বিস্তাররোধে মন্ত্রণালয়ের সকলকে রোস্টার করে দায়িত্ব বন্টনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে একাধিক পর্যায়ে সম্পন্ন উচ্ছেদ অভিযানে ৫৩ শতাংশ অগ্রগতি লাভ করে পানি সম্পদ মন্ত্রণালয়।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, উপসচিব এ এইচ এম আনোয়ার পাশাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।