নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকের নির্যাতনের শিকার এক শিক্ষার্থী

0
631

খবর৭১:উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:(২৭৪)-০১৯৭৫-৯০৯৪৭২)
নড়াইলে শিক্ষকের নির্যাতনে আহত হয়ে এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম হাসানুর রহমান। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, তিনি নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ড্রইং টিচার বলে জানা গেছে। আর নির্যাতনের শিকার ওই ছাত্রীর নাম ইসরাত জাহান। বর্তমানে সে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, শিক্ষক হাসানুর রহমান ইসরাত জাহানকে সামান্য বিষয় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। এতে করে সে শারীরিকভাবে আহত হয় এবং খুব ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরবর্তীতে সবাই এগিয়ে এলে ওই শিক্ষক তার উপর পাশবিক নির্যাতন বন্ধ করে। আহত ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর তার অভিভাবকেরা উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের সচেতন অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষকের এরূপ নিন্দনীয় আচরণে হতভম্ব হয়ে গেছে সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, অভিযুক্ত হাসানুর রহমান একজন বদমেজাজী স্বভাবের শিক্ষক। তিনি অল্পতেই শিক্ষার্থীদের ওপর রেগে যান এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খুব শীঘ্রই এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দাপ্তরিক কাজে ঢাকাতে আছি। বিষয়টি আমি শুনেছি। ইতোমধ্যে ০৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনাটি সামনে আসবে। তখন উক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here