বগুড়া ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

0
282

খালেদ হাসান, বগুড়া: বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: জিল্লুর রহমানকে গ্রেফতার করে।

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২৪ মার্চ ২১ ইং তারিখে দুপুরে বগুড়া ডিবির একটি টিম বগুড়া জেলার গাবতলী থানাধীন নিজ কাঁকড়া গ্রামস্থ সমাজ ভিত্তিক মৎস কল্যান ব্যবস্থাপনা প্রকল্প-২ এর অফিসের সামনে থেকে তিনশত গ্রাম গাঁজাসহ মোঃ জিল্লুর রহমান (৩০), পিতা মৃতঃ মোসলেম উদ্দিন, গ্রাম -কাঁকড়া (ভাঙ্গীরপাড়া), থানা-গাবতলী, জেলা বগুড়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়ার গাবতলী মডেল থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর ও বগুড়া গাবতলী মডেল থানার দুটি মামলা রয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here