বগুড়া কাহালুতে ৮৬ কেজি ওজনের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার

0
498

খালেদ হাসান বগুড়া: বগুড়ার কাহালুতে পুকুর খনন করার সময় সোমবার (২২ মার্চ) ৮৬ কেজি ওজনের কষ্ঠি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির কোনো কিছু। জিনিসটি চিনতে না পেরে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন।

এতে পুকুরের ধারে থাকা স্থানীয় লোকজন এসে মূর্তিটি দেখতে পান। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন।

এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়, এলাকার সবাই মূর্তিটি দেখার জন্য ভিড় জমান। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মূর্তিটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান, মূর্তিটির ওজন ৮৬ কেজি। পুকুর খনন করার সময় ওই মূর্তির সন্ধান মেলে। মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here