সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১: আহত ১৫

0
321
সংঘর্ষ
প্রতিকী ছবি

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে পশ্চিম বৈদ্যনাথ গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আলহাজ্ব মোসলেম উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ১৫ জন।
জানা যায়, শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। এরআগে সকালে দুইপক্ষের সৃষ্ট সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। আহতরা হলেন- মোসলেম উদ্দিনের ছেলে মন্জু মিয়া, মোকছের আলী, মোজাম্মেল হক ও অপর পক্ষের মোসলেম উদ্দিনের ভাই মৃত মছির উদ্দিনের পুত্র আলম মিয়া, আনজু মিয়া, বাবলু মিয়া। এছাড়া, উভয়পক্ষের নারী ও শিশু মিলে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বলেন, ৩৫ শতক জমি নিয়ে চাচা মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা আলমদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই এক পর্যায়ে এ ঘটনার সূত্রপাত ঘটেছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here