তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আছিরউদ্দীন মোড়ল (৯৫) নামে এক বৃদ্ধকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম করেছে। রবিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় তালার খড়েরডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত আছিরউদ্দীন মোড়ল তালা সদর হাসপাতে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগে জানা যায়, একই এলাকার কাশেম গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৩৪) রবিবার সন্ধ্যায় খড়েরডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায় রুহুলআমিন গাজী আছিরউদ্দীন বৃদ্ধকে কুপিয়ে জখম করে। এসময় এলাকাবাসী বৃদ্ধকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আছিরউদ্দীনের ছেলে মোঃ ইদ্রিস মোড়ল। ইদ্রিস মোড়ল জানান, এলাকার একটি দুষ্কৃতীগংরা একের পর এক আমাদের পরিবারের উপর সড়োজন্ত করে আসছে। তালা থানা ওসি মেহেদী রাসেল বলেন, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।